18 September 2013

যত্রতত্র গড়ে-উঠা হারবাল চিকিৎসাকেন্দ্র কলুষিত করছে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বাবস্থ্যাকে


নিজস্ব প্রতিবেদক, প্রাকৃতিক চিকিৎসার নামে গড়ে-উঠা যত্রতত্র হারবাল চিকিৎসাকেন্দ্র কলুষিত করছে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বাবস্থ্যাকে। চটকদার বিজ্ঞাপন, অস্লিল-কুরুচি পূর্ণ পোষ্টার ছেয়ে গেছে গ্রামগঞ্জ সবখানে। কিছু আসাধু চিকিৎসক/প্রতারক সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। 

সম্প্রতি কুমিল্লা মহানগর সহ কুমিল্লা জেলার ষোলটি থানা ব্যাপী অবস্থিত হারবাল প্রতিষ্ঠানের উপর আমরা একটি জরিপ কার্যক্রম পরিচালনা করি। এই জরিপ কার্যক্রম পরিচালনা করতে যেয়ে নানান ধরনের অভিযোগ আসে আমাদের কাছে, এরকম কিছু প্রতিষ্ঠানের বিবরন আপনাদের সামনে তুলে ধরছি। 

ইবনেসিনা হারবাল মেডিকেল, রেল-জংশন, লাকসাম, কুমিল্লা। এই প্রতিষ্ঠানের মালিক আব্দুস সাত্তার, তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে। হাই স্কুলের গণ্ডি পেরুতে না পারলে ও এখন সে অনেক বড় ডাক্তার। তার সাক্ষাত ফিস ২০০ টাকা। 

মুক্তি হারবাল নামে লাকসাম ফারার সার্ভিসের সামনে তার একটি চিকিৎসা কেন্দ্র ছিল প্রতারণার দায়ে স্থানীয় জনগণের চাপে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হয়। 

সম্প্রতি লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ বাজারের আক্কাস টাওয়ারে মাদ্রাজ হারবাল ক্লিনিক নামে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলে এই প্রতারক। গ্রামের সহজ সরল মানুষদের নানা প্রলোভন দেখিয়ে ১০০% গ্যারান্টি সহকারে রোগমুক্তির নিশ্চয়তা দিয়ে চুক্তির মাধ্যমে চিকিৎসা করেন কথিত এই বাকপটু চিকিৎসক। তার বিরুদ্ধে পাওয়া যায় একাধিক অভিযোগ। আমরা খোঁজ নিয়ে জানতে পারি কোন কিছুর তোয়াক্কা করেন না এই ভন্ড প্রতারক। কোন প্রকার সরকারি আনুমোদন ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এসব ব্যাপারে টেলিফোনে তার সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদকের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করে এবং সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। 

কুমিল্লা মহানগরে সম্প্রতি গড়ে উঠা কিছু ভুঁইফোড় প্রতিষ্ঠানের নাম ও বিবরন দেওয়া হল, 

(১) কুমিল্লা বনাজি দাওয়াখানা, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড, কুমিল্লা। 

(২) ভারত হারবাল লিঃ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড, কুমিল্লা। 

(৩) শাহাজালাল হারবাল প্রাঃ লিঃ, রেল স্টেশন রোড, কুমিল্লা। এই প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম তার গ্রামের বাড়ি নোয়াখালী, সাইফুল টমসম ব্রিজে সাইমা হারবাল, কোম্পানিগঞ্জে তারেক হারবাল, ক্যান্টনমেন্টে আনন্দ হারবাল সহ বিভিন্ন সময় ভিন্নভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠানের সৃষ্টি করেছেন এবং প্রতারনার দায়ে সেসব প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছেন। 

আমরা কথা বলেছিলাম দেশীয় চিকিৎসক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক জুয়েল আহমেদের সাথে তিনি আমাদের কে জানান কিছু আসাধু লোক সাধারন মানুষের রোগ-শোক কে পুঁজি করে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করছে । আমরা তাদের কে একাধিকবার নোটিশ প্রদান করা হলে তাদের নিবৃত্ত করা যায়নি। এসকল আসাধু প্রতিষ্ঠান/চিকিৎসকদের কারনে প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে জনমনে বিভ্রানি সৃষ্টি হয়। 

তিনি আরো বলেন প্রাকৃতিক (ইউনানি/আয়ুর্বেদিক) চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। আপনারা জানেন সম্প্রতি ঢাকায় বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিন আয়োজিত ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, 

প্রধানমন্ত্রী’’ এই শিল্প বিকাশে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন বাংলাদেশের আনাচে কানাচে অনেক মূল্যবান ওষধি গাছ আছে এগুলা সঠিক পরিচর্যা এবং গবেষণার সুযোগ সৃষ্টি করতে পারলে, এই শিল্পে অনেক সম্ভাবনার দিক উন্মোচিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকদের আর্ত মানবতার সেবাই কাজ করার জন্য আহ্বান জানান। 







11 September 2013

ঐশীকে বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার তাদের মেয়ে ঐশী রহমানের মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের অবকাশকালীন বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

আদালত বলেছে, পুলিশের কাছে আত্মসমর্পনের আগ পর্যন্ত ঐশীর মাদক গ্রহণের বিষয়ে বিস্তারিত জেনে ‘গভীর মূল্যায়ন’ করতে হবে এবং গত ১৬ অগাস্ট তার বাবা-মার মৃত্যুর আগে, ঘটনার সময় এবং ঘটনার পর থেকে আত্মসমর্পণের আগ পর্যন্ত তার মানসিক অবস্থার মূল্যায়ন প্রতিবেদন আদালতে দিতে হবে।

পাশাপাশি বঙ্গবন্ধু মেডিকেলে প্রয়োজনে ঐশীর মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতেও নির্দেশ দিয়েছে আদালত।

রিটের বিবাদী স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সমাজকল্যাণ সচিব, মুখ্য মহানগর হাকিম, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনার, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঐশীর মামলার তদন্তের দায়িত্বে থাকা পল্টন থানার উপ পরিদর্শককে এই আদেশ বাস্তবায়ন করতে হবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এই সপ্তাহের প্রথম দিকে রিট আবেদনটি দায়ের করেন। তার পক্ষে আইনজীবী ছিলেন বিএম ইলিয়াস।

গত ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ পায় পুলিশ।

তার আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ঐশী ১৭ অগাস্ট পুলিশের কাছে ধরা দিলে তাকে রিমান্ডে পাঠায় আদালত।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ঐশীর বয়স বিদ্যালয়ের নথি অনুযায়ী ১৮ বছরের কম হওয়ায় তাকে রিমান্ডে নেয়ায় শিশু আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ ওঠে।

এই সমালোচনার মধ্যে আদালতের অনুমতি নিয়ে গত ২১ অগাস্ট ঢাকা মেডিকেলের চিকিৎসকদের মাধ্যমে তাদের বয়স পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে চিকিৎসকরা জানান, ঐশীর বয়স ১৯ এর কাছাকাছি।

ঐশীকে বর্তমানে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। তাদের বাসার গৃহকর্মী খাদিজা খাতুন সুমীও ওই কারাগারে আছে।

পুলিশ বলছে, ঐশীর চাপে সুমি হত্যাকাণ্ডে সহযোগিতা করতে বাধ্য হয়।

দৌলতপুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

উদ্ধার করা  অস্ত্র ও গুলি 
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি‘র সদস্য ও মরিচা ইউনিয়ন বিএনপি‘র সাবেক সভাপতি আব্দুল বারীর বাড়ির বৈঠকখানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। তবে, পুলিশ কাউকে আটক করতে পারেনি। 


দৌলতপুর থানর ওসি রবিউল ইসলাম জানান, সোমবার রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের বিএনপি নেতা আব্দুল বারীর বাড়িতে অভিযান চালায়, এ সময় আব্দুল বারীর বৈঠক খানায় লুকানো অবস্থায় একটি দেশী বন্দুক, ৭ রাইন্ড কার্তুজ ও ৪১ রাউন্ড বুলেট উদ্ধার করে পুলিশ। তবে, এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

10 September 2013

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে শেখ হাসিনা (ফাইল ছবি)
ঢাকা অফিস, এই মাসের শেষার্ধে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরের খবর মঙ্গলবার রাতে স্বাধীনকণ্ঠ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার প্রেসসচিব আবুল কালাম আজাদ।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়েরসহ বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে দেশের অধিকাংশ সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফর বাতিলের খবর প্রকাশ ও প্রচার করেছিল।


সোমবার ওই খবর দেখে স্বাধীনকণ্ঠ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট কোনো দপ্তরই এই বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে প্রধানমন্ত্রীর সফর বাতিলের খবর দেখে বিএনপি বলেছিল, দেশের আগামী নির্বাচন নিয়ে বিশ্বনেতাদের প্রশ্নের মুখোমুখি হওয়া এড়াতে সফর বাতিল করেছেন শেখ হাসিনা।

জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশন উদ্বোধন হবে। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সাধারণ আলোচনা হবে।

প্রেসসচিব আবুল কালাম আজাদ বলেন, “প্রধানমন্ত্রী সরকারের সাফল্য তুলে ধরে সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে আলাদা বৈঠকও করবেন তিনি।”

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও বৈঠক করবেন বলে দেশটির সংবাদ মাধ্যম ইতোপূর্বে জানিয়েছে।

01 September 2013

দেশ ও জাতির কল্যাণে ত্যাগ স্বীকার করতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ত্যাগের রাজনীতি করার পরামর্শ দিয়ে বলেছেন, দেশ ও জাতির কল্যাণে ত্যাগ স্বীকার করতে হবে। 
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। 
ছাত্রলীগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সংগঠন করতে হবে। তবে লেখাপড়া বাদ দিয়ে নয়। ফেল করা নেতৃত্ব ক্ষমতায় এলে দেশের কি অবস্থা হয় তা সবাই জানে। 


জাতির পিতার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বলেছেন ত্যাগের মধ্য দিয়ে দেশের জন্য কাজ করা যায়। মহৎ অর্জনের জন্য মহ‍া ত্যাগ প্রয়োজন। 

আওয়ামী লীগ দেশের কল্যাণে কাজ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ দেশের মানুষের জন্য কিছু করে যেতে পারলে মৃত্যুর পর বাবার কাছে বলতে পারবো, আপনার প্রিয় মানুষগুলোর জন্য কিছু করতে পেরেছি।

সরকার ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে

ঢাকা: সংবিধান সংশোধন করে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বেলা পৌনে ১২টার দিকে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফুল দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।



সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘পঞ্চদশ সংশোধনীতে কিছু ফাঁকফোকর রেখে তা পুনরায় সংশোধন করে সরকার ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’

তিনি বলেন, ‘দেশে একটি স্বৈরাচারী সরকার জনগণের ঘাড়ে চেপে বসেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আবারো ক্ষমতায় আসতে চাচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন বিএনপি প্রতিহত করবে।’

শুক্রবার সোহরাওয়ার্দী থেকেই আ.লীগের নির্বাচনী প্রচারণা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চ প্রস্তুত হয়েছে। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। উদ্যানের চারপাশ ঘিরে মাইক লাগানো হয়েছে। মাইকে বাজছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। সভামঞ্চ ঘিরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে এ সমাবেশ ঘিরে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্যোম। ইতিমধ্যে জাতীয় নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী সাড়ে চার বছরের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে এসব জনসভায় উপস্থিত থাকছেন।

এছাড়া পাঁচ সিটি নির্বাচনে পরাজয়ের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা কাটিয়ে উঠতে এসব জনসভা করা হচ্ছে বলেও জানান অনেকে।

বর্ণিল আয়োজনে এপেক্সে বাংলাদেশের ৫২ বছর পূর্তি উৎসব পালিত

ঢাকা: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ অতিক্রম করেছে সেবা ও সৌহার্দ্যের বর্ণিল ৫২ বছর। আর্তমানবতার সেবা, পরস্পর বন্ধুত্ব আর সুনাগরিকত্বের বার্তা নিয়ে দিনটিকে তারা সাজিয়েছে নানা আয়োজনে। এ উপলক্ষে শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক আলোচনায় আমরা যে তৃপ্তি পাই, সেটা খুব কাজে আসে বলে মনে হয় না। সমাজকল্যাণের জন্য, সামাজিক উন্নয়নের জন্য আমরা কথা বলি না। আমি যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মন্ত্রণালয় নিয়ে দেশ ও জাতির জন্য যে কাজ করে যেতে চাই, সেটা অনেকের প্রিয় না। তবুও আমি এ কাজ আনন্দের সঙ্গে করে যাই। সেবা সংগঠন এপেক্স বাংলাদেশও এমনি করে সমাজের সেবা করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সমস্যাতো পুরো বাংলাদেশে। তত্ত্বাবধায়ক সরকার, দল নিরপেক্ষ সরকার আসবে যাবে। অসহায় মানুষদের জন্য, সামাজিক নিরাপত্তা বলয় তৈরির জন্য যে কাজ আপনারা করে যাবেন, সেটা হবে চির অম্লান।’

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান সালাহউদ্দিন মাহমুদ বলেন, ‘এ আনন্দ অপরিসীম। যে কোনো সংগঠনের জন্য ৫২ বছর অতিক্রম করা যে কতটা গৌরবের, তা এখন বুঝতে পারছি। এ গৌরবের অংশীদার শুরু থেকে এ পর্যন্ত সব এপেক্সিয়ানরা। সেবার মহৎ উদ্দেশ্য নিয়েই যুগ যুগ ধরে নিরলসভাবে কাজ করবে এপেক্স বাংলাদেশ।’

এপেক্স বাংলাদেশের জাতীয় যুব ও নাগরিকত্ব পরিচালক সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জাতীয় সহসভাপতি আসলাম হোসেন, সাবেক সভাপতি জসিম উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডা. আমিনুল হক, নিউজপোর্টাল বাংলামেইলের বার্তা সম্পাদক আহমেদ জুয়েল, সংগঠনের সাবেক জাতীয় সভাপতি এবং লাইফ গভর্নররা।

সারাদেশ থেকে আসা অর্ধ সহ¯্রাধিক এপেক্সিয়ানের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় ওয়েস্টিন। আনন্দমুখর আড্ডা, আলোচনা সভা, কেক কাটা আর মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন তারা। গান, কথা আর উচ্ছ্বল আনন্দে বরণ করে নেন দিনটিকে।

অনুষ্ঠানে আসা এপেক্স ক্লাব অব কুমিল্লার সভাপতি ডা. নিলুফার পারভীন অনুভূতি জানিয়ে বলেন, ‘এপেক্স বাংলাদেশের ৫২ বছর পূর্তি একজন এপেক্সিয়ান হিসেবে আমাদের জন্য দারূণ আনন্দের। এ আয়োজনকে কেন্দ্র করে সারাদেশ থেকে আসা অনেক বন্ধুদের দেখা আর আনন্দে মেতে ওঠার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

বিকেল ৫টা থেকে শুরু হয় আয়োজন। শুরুর দিকে এপেক্স বাংলাদেশের প্রাক্তন জাতীয় নেতারা বাংলাদেশে এপেক্স আন্দোলনের ইতিহাস তুলে ধরেন।

এসময় তারা বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে সংগঠনটি আজ এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মাত্র কয়েকটি ক্লাব থেকে সারাদেশে আজ প্রায় ১শ ক্লাবে বিস্তৃত হয়েছে এপেক্স বাংলাদেশ। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।

তারা আরও বলেন, এ দীর্ঘ সময়ে এপেক্স বাংলাদেশ এদেশের অসহায় মানুষদের পাশে যেমন দাঁড়িয়েছে, তেমনি গড়ে তুলেছে দৃঢ় বন্ধুত্বের সেতুবন্ধন। এ সেতুবন্ধনের মধ্য দিয়েই দেশ গড়ার কাজ করে যাবো আমরা।

এপেক্স বাংলাদেশের জাতীয় সেক্রেটারি খোরশেদুল আলম অরুণ ও সাবেক এনওয়াইসিডি সৈয়দ নুরুর রহমানের পরিচালনায় চলে পুরো আয়োজন। আয়োজনের সাংস্কৃতিক পর্বটিও জমিয়ে তোলে প্রজন্মের শিল্পীরা।

এ আয়োজনের মিডিয়া পার্টনার দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকম।

04 July 2013

পণ্য মজুদ করে রমজানে মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকা অফিস : স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলগমীর বলেছেন, আসন্ন রমজান মাসে কোনো ব্যবসায়ী অযৌক্তিক কারণে পণ্য মজুদ করে দাম বাড়িয়ে অতি মুনাফা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার সচিবালয়ে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে চাঁদাবাজি বন্ধে পূর্ণাঙ্গ ব্যবস্থা নেয়া হবে।”
তিনি বলেন, “রমজান মাসে দ্রব্যমূল বৃদ্ধির কোনো সুযোগ নেই। বাণিজ্য মন্ত্রণালয় আমাদের জানিয়েছেন প্রয়োজনীয় পণ্য মজুদ রয়েছে এবং সরবরাহও রয়েছে। গতবারও আইনশৃঙ্খলা পরিস্থিত ঠিক ছিল, এবারও থাকবে।”
মন্ত্রী জানান, আসন্ন রমজান মাসে বিদ্যু, গ্যাস ও পানি সরবরাহ রাখতে স্ব -স্ব কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। ইফতার, তারাবি ও সেহেরির সময় বিদ্যুৎব্যবস্থা ঠিক রাখার কথাও বলা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ব্যবসায়ীদের আপত্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “কারো ব্যবসায়িক সুবিধা আদায়ের জন্য ভ্রাম্যমাণ আদালত নয়, যখন যেখানে প্রয়োজন সেখানে ভ্রাম্যমাণ আদালত বসাবে সরকার।”

আঞ্জুমান মফিদুল ইসলামের এতিম শিশুদের মাঝে ড্রেস বিতরন করা হয়।

কুমিল্লা অফিসঃ এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে আঞ্জুমান মফিদুল ইসলামের এতিম শিশুদের মাঝে ড্রেস বিতরন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুমিল্লার বর্তমান বর্ষের সভাপতি এপেঃ ডাঃ নিলুফা পারভিন, এপেক্স বাংলাদেশের জাতীয় অফিসিয়াল এপেঃ এডঃ সৈয়দ নুরুর রহমান, সাবেক সভাপতি এপেঃ সাজ্জাদুল কবির, সেক্রেটারি এপেঃ মিজানুর রহমান, সিনিয়ার সহ সভাপতি এপেঃ মাহমুদুল হাসান পাশা, ট্রেজারার এপেঃ জনি পারভেজ, সেবা পরিচালক এপেঃ সাহিদুল সোহেল, শরিফ উদ্দিন, ফারিয়া তাসকিন হক,

Search