বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে সরকারের ধারাবাহিকতা রক্ষার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।মঙ্গলবার সকালে নিজের ফেইস বুক ফ্যান পেইজে এক পোস্টে তিনি বলেন, নীতির ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ ‘নিশ্চিতভাবেই’ মধ্যম আয়ের দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে।
“শুধুমাত্র আওয়ামী লীগকে ভোট দিলেই এই ধারা অব্যাহত রাখা সম্ভব।... আওয়ামী লীগ বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।”
ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের আট ধাপ অগ্রগতির খবরে জয়ের এই প্রতিক্রিয়া এলো।
সোমবার প্রকাশিত গ্লোবাল কমপিটেটিভ ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০।
জয় তার পোস্টে বলেন, “বাংলাদেশ উন্নয়নের আরেকটি ধাপ অর্জন করল আজ। বিশ্ব প্রতিযোগিতামূলক সূচকে (গ্লোবাল কমপিটেটিভ ইনডেক্স) বাংলাদেশ আটটি ধাপ এগিয়ে গেলো আজ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের করা এই সুচকে আমাদের অর্থনীতি অন্যান্য দেশগুলোর অর্থনীতির তুলনায় কতখানি প্রতিযোগিতামূলক তা পরিমাপ করা হয়।”
দেশের মানুষের মাথাপিছু গড় আয় ১ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার বিষয়টিকেও বাংলাদেশের জন্য একটি ‘বড় মাইলফলক’ বলে মনে করেন বঙ্গবন্ধুর নাতি জয়।
তিনি বলেন, “এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের যথাযথ নীতির কারণে। বাংলাদেশে এর আগে কখনোই এতো দ্রুত গতিতে উন্নয়ন হয়নি।”
গত রমজানে স্ত্রী-সন্তান নিয়ে দেশে এসে কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়, যা নিয়ে দেশে বিদেশে আলোচনা তৈরি হয়। ওই সময়ই তার এই ফেইসবুক ফ্যান পেইজ চালু করা হয়।
জয় বলেছেন, আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে তিনি কাজ করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্প্রতি কয়েকটি জনসভায় সরকারের অসমাপ্ত কাজ শেষ করে দেশকে এগিয়ে নেয়ার জন্য আবারো নৌকায় ভোট দিয়ে ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি।