ঢাকা: সংবিধান সংশোধন করে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বেলা পৌনে ১২টার দিকে বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফুল দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘পঞ্চদশ সংশোধনীতে কিছু ফাঁকফোকর রেখে তা পুনরায় সংশোধন করে সরকার ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘পঞ্চদশ সংশোধনীতে কিছু ফাঁকফোকর রেখে তা পুনরায় সংশোধন করে সরকার ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।’
তিনি বলেন, ‘দেশে একটি স্বৈরাচারী সরকার জনগণের ঘাড়ে চেপে বসেছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আবারো ক্ষমতায় আসতে চাচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন বিএনপি প্রতিহত করবে।’