04 July 2013

পণ্য মজুদ করে রমজানে মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকা অফিস : স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলগমীর বলেছেন, আসন্ন রমজান মাসে কোনো ব্যবসায়ী অযৌক্তিক কারণে পণ্য মজুদ করে দাম বাড়িয়ে অতি মুনাফা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার সচিবালয়ে আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে চাঁদাবাজি বন্ধে পূর্ণাঙ্গ ব্যবস্থা নেয়া হবে।”
তিনি বলেন, “রমজান মাসে দ্রব্যমূল বৃদ্ধির কোনো সুযোগ নেই। বাণিজ্য মন্ত্রণালয় আমাদের জানিয়েছেন প্রয়োজনীয় পণ্য মজুদ রয়েছে এবং সরবরাহও রয়েছে। গতবারও আইনশৃঙ্খলা পরিস্থিত ঠিক ছিল, এবারও থাকবে।”
মন্ত্রী জানান, আসন্ন রমজান মাসে বিদ্যু, গ্যাস ও পানি সরবরাহ রাখতে স্ব -স্ব কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। ইফতার, তারাবি ও সেহেরির সময় বিদ্যুৎব্যবস্থা ঠিক রাখার কথাও বলা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় ব্যবসায়ীদের আপত্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “কারো ব্যবসায়িক সুবিধা আদায়ের জন্য ভ্রাম্যমাণ আদালত নয়, যখন যেখানে প্রয়োজন সেখানে ভ্রাম্যমাণ আদালত বসাবে সরকার।”

Search