বিনোদন

সিবিআই তদন্তের মুখে বীণা মালিক
বিনোদন ডেস্ক : কানাড়া ভাষার দি ডার্টি পিকচার: সিল্ক সাকাথ মাগা সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। আর সে কারণে বীণার ১৭ মে সাংবাদ সম্মেলনে হাজির হওয়ার কথা থাকলেও তা স্থগিত করতে হয় আয়োজকদের। কারণ, পাকিস্তানি হওয়ার কারণে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন বীণা। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। কথা ছিলো, সিনেমাটির জন্য ভারতের গোয়া এবং কর্ণাটকে শুটিং করবেন বীণা। কিন্তু আইন অনুযায়ী অভারতীয়দের ভারতের সবক’টি প্রদেশে ভ্রমণ কিংবা কাজের জন্য সিবিআই-এর অনুমতির দরকার হয়। আর এই আইন মোতাবেক শুধু গোয়াতেই এখন পর্যন্ত ভ্রমণের অনুমতি রয়েছে বীণার। আর তাই কর্ণাটকে যাওয়ার জন্য অনুমতি চেয়ে দরখাস্ত করতে হচ্ছে তাকে। এ ব্যাপারে সিনেমাটির পরিচালক ত্রিশূল জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যেই সিবিআই-এর কাছে কর্ণাটকে বীণার কাজের অনুমতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছি। বীণাকেও অনুমতি চাওয়ার জন্য দরখাস্ত করতে হয়েছে। গত শুক্রবার বিকেলে এসব কাগজপত্রে স্বাক্ষর করার জন্য ব্যাঙ্গালুরুর সিবিআই অফিসে গিয়েছিলেন তিনি। এ কারণেই তিনি সেদিন সম্মেলনে থাকতে পারেননি। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।’ সিবিআই-এর এই তদন্ত তার সিনেমার ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না, এমনটা দাবি করে ত্রিশূল আরো জানান, সাংবাদ সম্মেলন এবং ফটোশুটের জন্য এবার ২৪ মে ব্যাঙ্গালুরুতে হাজির হবেন বীণা। উল্লেখ্য, সূত্র জানিয়েছে, ভারতের ১১টি শহরে ভ্রমণ এবং কাজের অনুমতি থাকা বীণার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে এ মাসেই। ভিসা নবায়নের জন্য তাই এ মুহুর্তে বেশ ঝামেলাতেই আছেন তিনি। অবশ্য বীণার মুখপাত্র এ ধরনের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, ভিসা সংক্রান্ত কোনো জটিলতায় আপাতত পড়ছেন না এই পাকিস্তানি অভিনেত্রী। তবে অনিবার্য কিছু কারণে এই সময়ে ব্যাঙ্গালুরুতে তার কাজের শেডিউলে কিছু পরিবর্তন আনতে হয়েছে।

বিমানবন্দর থেকে সরাসরি নুহাশ পল্লীতে
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ শুক্রবার ভোরে দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি নুহাশ পল্লীতে যাবেন। হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজন অন্যপ্রকাশের অন্যতম স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম বলেন, ভোর ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হুমায়ূন। তাঁর সঙ্গে ফিরছেন স্ত্রী মেহের আফরোজ (শাওন) এবং দুই ছেলে নিষাদ ও নিনিত। বিমানবন্দর থেকে তার সরাসরি গাজীপুরে নূহাশ পল্লীতে গিয়েছে হুমায়ূন পরিবার। স্বজনদের সাথে মিলিত হতে দেশে এসেছেন উল্লেখ করে বিমানবন্দরে সাংবাদিকদের হুমায়ূন বলেন, মা ও আত্মীয় স্বজনদের মিস করেছি। তিনি বলেন, “গাছপালা দেখব। বাংলাদেশের ভালো ভালো খাবার খাব”।
দেশের ফেরার পর হুমায়ূন আহমেদের পরবর্তী চিকিৎসা নিয়ে শাওন জানান, “লিভার ও কোলনে সার্জারি হবে। ঠিকমতো হলে একসঙ্গে আবার দেশে ফিরব।”তিনি বলেন, ‘মায়ের সঙ্গে দেখা করতেই জন্মভূমিতে ফিরছেন হুমায়ূন স্যার। আনুমানিক ৩ সপ্তাহের জন্য দেশে আসছেন। এরপর যুক্তরাষ্ট্রে ফিরে অপারেশন করাবেন।’ গত ৯ মে রাতে কুয়েত এয়ারওয়েজে বাংলাদেশে রওনা হন হুমায়ূন আহমেদ। তার সঙ্গে আছেন স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই সন্তান নিষাদ ও নিনিত হুমায়ূন। এদিকে বিমানে ওঠার আগে হুমায়ূন বলেন, মা, মাতৃভূমি এবং বন্ধু-বান্ধবকে দেখতে এবং নুহাশ পল্লীর বৃক্ষদের সাথে সময় কাটাতে দেশে যাচ্ছেন এবং জুনের প্রথম সপ্তাহে আমেরিকায় ফিরে আসবেন। তিনি বলেন, এয়ারপোর্ট থেকে সরাসরি তার প্রাণপ্রিয় নুহাশ পল্লীতে যাবেন। সেখানে তার মা অপেক্ষা করছেন। কীর্তিমান এই পুরুষ যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন অবস্থাতেও লেখালেখি চালিয়ে গেছেন সমানতালে। উল্লেখ্য, ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন আহমেদ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিত্সার জন্য নিউইয়র্ক আসেন। প্রথম পর্যায়ে ৮টি ক্যামোথেরাপি দেয়ার কথা থাকলেও পরবর্তী সময় মোট ১২টি ক্যামোথেরাপি দেয়া হয়। বেলভ্যু হাসপাতালের চিকিত্সক ড. জেইন এমআরআই, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্যান্সার বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করেন। সার্জিকাল অনকোলজি বিভাগের ডাক্তার জর্জ মিলার সমস্ত রিপোর্ট দেখে গত ৭ জুন অপারেশনের মাধ্যমে হুমায়ুন আহমেদের ক্যান্সার নিরাময় হওয়া সম্ভব বলে মত দেন। আগামী ১২ জুন অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করেন চিকিত্সক। চিকিত্সকদের কাছ থেকে বাংলাদেশ ঘুরে আসার অনুমতি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। চিকিত্সকরা অস্ত্রোপচারের ১০ দিন আগে লেখককে আমেরিকায় ফিরে আসার পরামর্শ দিয়েছেন। হাঁচি, কাশি থেকে শুরু করে কোনরকম ভাইরাস সংক্রমণ যেন না হয় সে ব্যাপারে তাকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন।

দেয়াল লিখছেন হুমায়ূন
চিকিৎসার ফাঁকেই দেয়াল লিখছেন ক্যান্সারে আক্রান্ত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন জানান, সেটি অনেক বিশাল কাজ, তাই একটু সময় নিচ্ছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপর তিনি এই উপন্যাসটি লিখছেন। মেহের আফরোজ শাওন আরও জানান, আবারো সিটি স্ক্যান করা হবে ক্যান্সারে আক্রান্ত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের। এর আগে চতুর্থ কিস্তিতে দ্বাদশ কেমোথেরাপি শেষ করা হয়েছে। নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চলছে হুমায়ূনের চিকিৎসা। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নির্ণয়ে ২৪ এপ্রিল হুমায়ূনের সিটি স্ক্যান করা হবে। তবে চিকিৎসার পরবর্তী পদক্ষেপ জানতে ৩০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কমোথেরাপি নেওয়া শেষ হলেও হুমায়ূনের শরীরে এর পার্শ্বপ্রতিক্রিয়া রয়ে গেছে বলে জানান শাওন। এর মধ্যেও তিনি ভালো থাকার চেষ্টা করে যাচ্ছেন। বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন। সেই সময় থেকে কুইন্সে একটি বাসা ভাড়া করে থাকছেন হুমায়ূন পরিবার। একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত হুমায়ূন চিকিৎসার ফাঁকে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। একুশের গত বই মেলায়ও তার আটটি বই প্রকাশিত হয়েছে। মেহের আফরোজ শাওন জানান, চিকিৎসার ফাঁকেই তিনি দেয়াল উপন্যাসটি লিখছেন। সেটি অনেক বিশাল কাজ, তাই একটু সময় নিচ্ছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপর তিনি এটি লিখছেন। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের মধ্যেই হুমায়ূন আহমেদকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার।

কলসীটি বুঝি খালিই ছিল পুণমের
বিনোদন ডেস্ক : বলিউডে অভিনয় করতে যাচ্ছেন বলে বেশ ঢোল পেটানো শুরু করেছিলেন পুণম পাণ্ডে। প্রায় উন্মুক্ত ফিগারের ছবি দিয়ে সাজানো মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজেকে বিখ্যাত দাবি করা পুণম সম্প্রতি জানিয়েছিলেন, জিসম নির্মাতা অমিত সাক্সেনার পরিচালনায় সবচেয়ে সাহসী সিনেমাতে অভিনয়ের মাধ্যমেই অভিষেক হতে যাচ্ছে তার। সেই সঙ্গে এও জানিয়েছিলেন, ওই সিনেমাই হবে দীর্ঘ নয় বছর পর সিনেমা নির্মাণে ফেরা অমিতের জন্য ‘বিশেষ’ কিছু। কিন্তু সেই প্রচারের মুখে কালিমা লেপে দিলেন পরিচালক নিজেই! খবর টাইমস অফ ইন্ডিয়ার। কারণ দীর্ঘ সময় নিয়ে নির্মিত কমেডি সিনেমা টিনা কি চাবি মুক্তির অপেক্ষায় থাকা পরিচালক অমিত পুণমের এই মিথ্যাচারকে থামাতে চান। তাই তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘অবাক হওয়ার মতোই বিষয়! কিছু লোক আমার ঘাড়ে অস্ত্র রেখে গুলি ছুঁড়ছে। আমি আসলে ওই দলের সঙ্গে কয়েকবার আনঅফিসিয়ালি মিটিং করেছি। কিন্তু কোনোকিছু চূড়ান্ত হয়নি তখন। তাই আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাইনি।’ অমিতের সিনেমায় অভিনয়ের কথার পাশাপাশি পুণম এও বলেছেন, ‘জিসম ২ সিনেমা নিয়ে কথা বলায় ভাটের সঙ্গে মন কষাকষিও হয়েছে অমিতের সঙ্গে।’এ বিষয়ে তীব্র ভাষায় অমিত বলেছেন, ‘এটা একেবারে বাজে কথা। ভাটরা আমার পরিবারের মতো। কারণ, একদিকে মহেশ ভাট আমার গুরু; অন্যদিকে পুজা ভাট হচ্ছে আমার চিরজীবনের বন্ধু।’

বাংলা ডার্টি পিকচারে রাখি সাওয়ান্ত
বিনোদন ডেস্ক : দি ডার্টি পিকচার সিনেমায় সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে বিদ্যা বালানের জাতীয় পুরস্কার জেতার পর থেকেই যেন সিনেমাটির বিভিন্ন ভাষায় রিমেক করার হিড়িক পড়ে গেছে! কানাড়া ভাষায় সিনেমাটির নতুন সংস্করণ তৈরির উদ্যোগের পর এবার এর বাংলা সংস্করণেরও খবর এসেছে। আর এই সিনেমাতেই মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডি আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

রাখি এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেন, ‘বিদ্যা আমাদের গোত্রের (আইটেম গার্ল) একটি চরিত্রে অভিনয় করেছেন। আর একজন সত্যিকারের আইটেম গার্ল যখন এমন একটি চরিত্রে অভিনয় করবে তখন আরো বেশি বাস্তব এবং গ্রহণযোগ্য হয়ে উঠবে। আমি এক্ষেত্রে বিদ্যাকে অবশ্যই ছাড়িয়ে যেতে পারবো।’

উল্লেখ্য, এ সিনেমার কানাড়া ভাষার ভার্সনে করছেন রাখির ‘চিরশত্রু’ হিসেবে বিবেচিত পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক।

Search