18 September 2013

যত্রতত্র গড়ে-উঠা হারবাল চিকিৎসাকেন্দ্র কলুষিত করছে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বাবস্থ্যাকে


নিজস্ব প্রতিবেদক, প্রাকৃতিক চিকিৎসার নামে গড়ে-উঠা যত্রতত্র হারবাল চিকিৎসাকেন্দ্র কলুষিত করছে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা বাবস্থ্যাকে। চটকদার বিজ্ঞাপন, অস্লিল-কুরুচি পূর্ণ পোষ্টার ছেয়ে গেছে গ্রামগঞ্জ সবখানে। কিছু আসাধু চিকিৎসক/প্রতারক সাধারন মানুষের সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। 

সম্প্রতি কুমিল্লা মহানগর সহ কুমিল্লা জেলার ষোলটি থানা ব্যাপী অবস্থিত হারবাল প্রতিষ্ঠানের উপর আমরা একটি জরিপ কার্যক্রম পরিচালনা করি। এই জরিপ কার্যক্রম পরিচালনা করতে যেয়ে নানান ধরনের অভিযোগ আসে আমাদের কাছে, এরকম কিছু প্রতিষ্ঠানের বিবরন আপনাদের সামনে তুলে ধরছি। 

ইবনেসিনা হারবাল মেডিকেল, রেল-জংশন, লাকসাম, কুমিল্লা। এই প্রতিষ্ঠানের মালিক আব্দুস সাত্তার, তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে। হাই স্কুলের গণ্ডি পেরুতে না পারলে ও এখন সে অনেক বড় ডাক্তার। তার সাক্ষাত ফিস ২০০ টাকা। 

মুক্তি হারবাল নামে লাকসাম ফারার সার্ভিসের সামনে তার একটি চিকিৎসা কেন্দ্র ছিল প্রতারণার দায়ে স্থানীয় জনগণের চাপে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হয়। 

সম্প্রতি লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ বাজারের আক্কাস টাওয়ারে মাদ্রাজ হারবাল ক্লিনিক নামে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলে এই প্রতারক। গ্রামের সহজ সরল মানুষদের নানা প্রলোভন দেখিয়ে ১০০% গ্যারান্টি সহকারে রোগমুক্তির নিশ্চয়তা দিয়ে চুক্তির মাধ্যমে চিকিৎসা করেন কথিত এই বাকপটু চিকিৎসক। তার বিরুদ্ধে পাওয়া যায় একাধিক অভিযোগ। আমরা খোঁজ নিয়ে জানতে পারি কোন কিছুর তোয়াক্কা করেন না এই ভন্ড প্রতারক। কোন প্রকার সরকারি আনুমোদন ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এসব ব্যাপারে টেলিফোনে তার সাথে যোগাযোগ করা হলে প্রতিবেদকের সাথে কথা বলতে অনিহা প্রকাশ করে এবং সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। 

কুমিল্লা মহানগরে সম্প্রতি গড়ে উঠা কিছু ভুঁইফোড় প্রতিষ্ঠানের নাম ও বিবরন দেওয়া হল, 

(১) কুমিল্লা বনাজি দাওয়াখানা, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড, কুমিল্লা। 

(২) ভারত হারবাল লিঃ, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড, কুমিল্লা। 

(৩) শাহাজালাল হারবাল প্রাঃ লিঃ, রেল স্টেশন রোড, কুমিল্লা। এই প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম তার গ্রামের বাড়ি নোয়াখালী, সাইফুল টমসম ব্রিজে সাইমা হারবাল, কোম্পানিগঞ্জে তারেক হারবাল, ক্যান্টনমেন্টে আনন্দ হারবাল সহ বিভিন্ন সময় ভিন্নভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠানের সৃষ্টি করেছেন এবং প্রতারনার দায়ে সেসব প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছেন। 

আমরা কথা বলেছিলাম দেশীয় চিকিৎসক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক জুয়েল আহমেদের সাথে তিনি আমাদের কে জানান কিছু আসাধু লোক সাধারন মানুষের রোগ-শোক কে পুঁজি করে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করছে । আমরা তাদের কে একাধিকবার নোটিশ প্রদান করা হলে তাদের নিবৃত্ত করা যায়নি। এসকল আসাধু প্রতিষ্ঠান/চিকিৎসকদের কারনে প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে জনমনে বিভ্রানি সৃষ্টি হয়। 

তিনি আরো বলেন প্রাকৃতিক (ইউনানি/আয়ুর্বেদিক) চিকিৎসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) স্বীকৃত জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি। আপনারা জানেন সম্প্রতি ঢাকায় বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেম অব মেডিসিন আয়োজিত ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, 

প্রধানমন্ত্রী’’ এই শিল্প বিকাশে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন বাংলাদেশের আনাচে কানাচে অনেক মূল্যবান ওষধি গাছ আছে এগুলা সঠিক পরিচর্যা এবং গবেষণার সুযোগ সৃষ্টি করতে পারলে, এই শিল্পে অনেক সম্ভাবনার দিক উন্মোচিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকদের আর্ত মানবতার সেবাই কাজ করার জন্য আহ্বান জানান। 







Search