01 September 2013

দেশ ও জাতির কল্যাণে ত্যাগ স্বীকার করতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকা অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ত্যাগের রাজনীতি করার পরামর্শ দিয়ে বলেছেন, দেশ ও জাতির কল্যাণে ত্যাগ স্বীকার করতে হবে। 
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। 
ছাত্রলীগের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সংগঠন করতে হবে। তবে লেখাপড়া বাদ দিয়ে নয়। ফেল করা নেতৃত্ব ক্ষমতায় এলে দেশের কি অবস্থা হয় তা সবাই জানে। 


জাতির পিতার উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বলেছেন ত্যাগের মধ্য দিয়ে দেশের জন্য কাজ করা যায়। মহৎ অর্জনের জন্য মহ‍া ত্যাগ প্রয়োজন। 

আওয়ামী লীগ দেশের কল্যাণে কাজ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ দেশের মানুষের জন্য কিছু করে যেতে পারলে মৃত্যুর পর বাবার কাছে বলতে পারবো, আপনার প্রিয় মানুষগুলোর জন্য কিছু করতে পেরেছি।

Search