01 September 2013

শুক্রবার সোহরাওয়ার্দী থেকেই আ.লীগের নির্বাচনী প্রচারণা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চ প্রস্তুত হয়েছে। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। উদ্যানের চারপাশ ঘিরে মাইক লাগানো হয়েছে। মাইকে বাজছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। সভামঞ্চ ঘিরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে এ সমাবেশ ঘিরে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্যোম। ইতিমধ্যে জাতীয় নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী সাড়ে চার বছরের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে এসব জনসভায় উপস্থিত থাকছেন।

এছাড়া পাঁচ সিটি নির্বাচনে পরাজয়ের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা কাটিয়ে উঠতে এসব জনসভা করা হচ্ছে বলেও জানান অনেকে।

Search