04 July 2013

এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

কুমিল্লা অফিসঃ হোচ্চামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এপেক্স ক্লাব অব কুমিল্লার উদ্যোগে বৃক্ষ রোপণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুমিল্লার বর্তমান বর্ষের সভাপতি এপেঃ ডাঃ নিলুফা পারভিন, এপেক্স বাংলাদেশের জাতীয় অফিসিয়াল এপেঃ এডঃ সৈয়দ নুরুর রহমান, সাবেক সভাপতি এপেঃ সাজ্জাদুল কবির, সেক্রেটারি এপেঃ মিজানুর রহমান, সিনিয়ার সহ সভাপতি এপেঃ মাহমুদুল হাসান পাশা, ট্রেজারার এপেঃ জনি পারভেজ, সেবা পরিচালক এপেঃ সাহিদুল সোহেল, শরিফ উদ্দিন, ফারিয়া তাসকিন হক, এবং স্কুলের শিক্ষক বৃন্দ। 

Search